বিসিক জেলা কার্যালয়, কক্সবাজার কর্তৃক জেলা প্রশাসন, কক্সবাজার এবং উইমেন এন্ড ই- কমার্স (উই) এর সহযোগিতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের “বিসিক উদ্যোক্তা পরিবার, কক্সবাজার “ প্লাটফর্মে আয়োজিত ১৯ আগস্ট হতে ০২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন ব্যাপী ’’অনলাইন পণ্য মেলা , কক্সবাজার -২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য বেলা ১১.০০ ঘটিকায় জুম ক্লাউড মিটিং প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোশতাক হাসান এনডিসি মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন ) জনাব মুহাম্মদ আতাউর রহমান সিদ্দিকী মহোদয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর মহাব্যবস্থাপক (বিপণণ বিভাগ) জনাব অখিল রঞ্জন তরফদার, জনাব নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই- কর্মাস (উই)। জুম মিটিংয়ে আরো সংযুক্ত ছিলেন জনাব শিরীন সুলতানা অরূনা, উইমেন এন্ড ই-কমার্স (উই) কক্সবাজার এবং বিসিক জেলা কার্যালয়, কক্সবাজারের কর্মকর্তাগণ।
অনুষ্ঠাননে সভপিতিত্ব করেন জনাব জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার মহোদয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ক্ষুদ্র ও্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর জেলা কার্যালয়, কক্সবাজারের সহকারী মহাব্যবস্থাপক জনাব কৃষ্ণ পদ মল্লিক স্বাগত বক্তব্য পেশ করেন। পরবর্তীতে উদ্যোক্তাগণের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই-কমার্স (উই), কক্সবাজার; জনাব শিলীন সুলতানা অরুনা, উইমেন এন্ড ই-কমার্স (উই) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেমন (বিসিক) এর মহাব্যবস্থাপক ( বিপণণ বিভাগহ) জনাব অখিল রঞ্জন তরফদার । প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য, বিসিকের মিশন ,ভিশন, ফ্লাগশিপ প্রজেক্টস, অর্জন নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিকের) এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোশতাক হাসান এনডিসি মহোদয় । অত:পর সভাপতির বক্তব্যে অনলাইন পণ্য মেলা আয়োজনের জন্য বিসিক কক্সবাজার ও উদ্যোক্তাগণকে ধন্যবাদ জ্ঞাপন করে, নারী উদ্যোক্তাগণকে এগিয়ে আসার আহবান জানিয়ে, বিসিক এর উন্নয়নমূলক কার্যে সর্বাত্নক সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্তব্য করে, মেলার সফলতা ক্মনা করেন এবং সকলকে জুম মিটিংয়ে অংশগ্রহণের জন্য ধ্ন্যবাদ জানিয়ে উদ্বেনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জনাব জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার মহোদয়।
বিসিক, জেলা কার্যালয়, কক্সবাজারের সকল কর্মকর্তা-ককর্মচারীর পক্ষ খেকে অনুষ্ঠানর প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং বাংদেশ ক্ষুদ্র কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোশতাক হাসান এনডিসি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠানের সভাপতি জনাব জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কক্সবাজার মহোদয়, উইমেন এন্ড ই-কমার্স (উই) এর প্রেসিডেন্ট জনাব নাসিমা আক্তার নিশা,কক্সবাজার কোঅর্ডিনেটর জনাব শিরীন সুলতানা অরুনা এবং বিসিক আইসিটি সেল প্রধান এবং উপমহাব্যবস্থাপক (সাব কন্ট্রাক্টিং সেল) জনাব প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন স্যার সহ সকল উদ্যোক্তাগণকে ধন্যবাদ জ্ঞাপন এবং অনলাইন মেলার সফলতা কামনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস